সোমবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত জানাচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারা। নিজের অবস্থান জানিয়ে আক্রান্ত শিক্ষার্থীদের প্রতি জানাচ্ছেন সহমর্মিতা।
এরমধ্যে আলোলনকারী নারী শিক্ষার্থীদের ওপর সহিংসতা নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমনি। প্রতিবাদ জানিয়ে এদিন একটি ছবি শেয়ার করেন এই নায়িকা।
পোস্ট করা সেই ছবিতে দেখা যায় একজন আক্রান্ত নারী শিক্ষার্থীকে। যার মুখভর্তি রক্তা। হাতেও লেগে আছে রক্তের ছাপ। পিঠে ব্যাগ। পাশে লাঠি নিয়ে ধাওয়া করা হচ্ছে। ভয়ে কুঁজো হয়ে পালাতে যাচ্ছে মেয়েটি। সোমবার ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে এমন অবস্থায় একজন নারী শিক্ষার্থীর এই ছবি ভাইরাল।
যে ছবিটি শেয়ার করে পরীমনি লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’ যদিও এই কথাটি নায়িকা ধার করেছেন শিল্পী, গীতিকার ও লেখক লুৎফর হাসানের ওয়াল থেকে।
শুধু পরীমনি নয়, শোবিজ অঙ্গনের অনেক তারকাই সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছেন। তবে পরীর পোস্টটিতে ষাট হাজারের বেশী মানুষ রিয়েকশন, মন্তব্য ও শেয়ার করেছেন।









