ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালীসহ দেশের আটটি জেলা। মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন লক্ষাধিক মানুষ। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় দেশের বিনোদন অঙ্গনের তারকারা। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন উদ্বেগ। পরী মনিও একটি শিশুর ছবি শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে পরী লিখেছেন, আল্লাহ! কি করবো আমি! বুকের ভিতর দুমরে মুচরে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো! আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন…… আমি যাবো। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করবো ইনশাআল্লাহ।
মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক জনপদ ডুবে যাচ্ছে। ফেনীর সাড়ে তিন লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেইসঙ্গে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রাণহানি হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে অবকাঠামো, ধান, ফসল ও মাছ।









