Advertisements
ত্রিশ বছর আগে রূপালী পর্দায় হাজির হয়েছিলেন বাংলা সিনেমা জগতের নক্ষত্র অভিনেত্রী শাবনূর। ক্যারিয়ারের ৩০ বছর পরও সমান জনপ্রিয়তায় রয়েছেন শাবনূর। তিনি বাংলা সিনেমায় এখন পর্যন্ত শেষ সুপারস্টার নায়িকা। তার অভিনয় বাচন ভঙ্গি মুগ্ধ করে রেখেছে জনসাধারনকে। এখনও ঢালিউডে নবীণ নায়িকারা শাবনূরের অভিনয় ফলো করে। তবে শাবনূর একজনই।






