জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছর বয়সেই চলে গেলেন বলিউডের বির্তকিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে! শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে এমন খবরেই সয়লাব ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম।
মূলত অভিনেত্রীর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে করা এমনই এক পোস্ট জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। যদিও অভিনেত্রীর মৃত্যুর খবর আদৌ সত্য কি না, সেই নিয়ে বাড়ছে ধোঁয়াশা।
অভিনেত্রীর অফিসিয়াল ইন্সটাগ্রাম পোস্টে লেখা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যান্সারে হারিয়েছি।’
সেই পোস্টে আরো লেখা হয়, “দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই।”
ইনস্টাগ্রাম পোস্টটি আসার সঙ্গে সঙ্গে তা হতবাক করে নেটিজেনদের। এমনকি অনেকেই প্রশ্ন তুলতে থাকেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কিছু সংখ্যক ভক্তের দাবি ছিল, হয়তো কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল।
২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন পুনম পাণ্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও করেছেন। তবে সাহসী, খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তার গায়ে সেঁটে যায় ‘অ্যাডাল্ট স্টার’-এর তকমা। তাকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপে’। এর আগে রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি’-তেও দেখা গেছে তাকে।- ইন্ডিয়ান এক্সপ্রেস








