রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত মগবাজার ফ্লাইওভার অবরোধ করে রেখেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ফলে ফ্লাইওভার দিয়ে চলছে না কোনো যানবাহন।
বুধবার ১৬ এপ্রিল এই ঘটনা ঘটে।
জানা গেছে, ছয় দফা দাবিতে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাতরাস্তা, মগবাজার ফ্লাইওভার, কারওয়ান বাজার ফ্লাইওভার পর্যন্ত অবরোধ করে রেখেছে পলিটেকনিকের একদল ছাত্র। তারা কোনো যান চলাচল করতে দিচ্ছেন না। ফলে ফ্লাইভারের ওপরে আটকা পড়েছে কয়েক শতাধিক মোটরসাইকেল এবং যানবাহন। ফ্লাইভারের ওপরে আটকেপড়া যানবাহনগুলো নামতে বাধা দিচ্ছেন তারা।
অন্যদিকে কাছাকাছি সময়ে মোহাম্মদপুরে সড়ক অবরোধ করেন একদল শিক্ষর্থী। এতে তেজগাঁও থেকে মোহাম্মদপুর পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।









