ঝুঁকি বিবেচনায় ভোটকেন্দ্রগুলো লাল ও হলুদ শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা কৌশল নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ ২৬ নভেম্বর বুধবার বিজিবি আয়োজিত নির্বাচনী মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
তিনি বলেন, যারা অংশগ্রহণের সুযোগ না দিলে নির্বাচন প্রতিহত করার হুমকি দিয়েছে, তাদের বিষয়ে কমিশন সচেতন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে বদ্ধপরিকর।
সিইসি আরও বলেন, ঝুঁকি বিবেচনায় ভোটকেন্দ্রগুলো লাল ও হলুদ শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা কৌশল নির্ধারণ করা হবে।তফসিল ঘোষণার পর সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে আমরা আশা করছি। জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কমিশন সর্বাত্মক চেষ্টা করছে।
নির্বাচন চলাকালীন সম্ভাব্য সংকট মোকাবেলায় কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি উদ্ভব হলে প্রতিহত করার সক্ষমতা আমাদের আছে।









