১৭ বছর পর দেশে ফেরার পর দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তিনি মাজার জিয়ারত করেন।
জিয়ারত উপলক্ষে সকাল থেকেই চন্দ্রিমা উদ্যান ও জাতীয় সংসদ ভবনের আশপাশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হন। এ সময় তাঁদের হাতে দলীয় পতাকা ও ফেস্টুন দেখা যায়। পাশাপাশি বিভিন্ন স্লোগানও দিতে শোনা যায়।
সরেজমিনে দেখা গেছে, জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের সড়ক ও গণভবনের সামনের সড়কে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিয়াউদ্যান ও আশপাশের এলাকায় অবস্থান নেন।
দুপুরের দিকে তারেক রহমান জিয়াউদ্যানে পৌঁছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে কিছু সময় নীরবে মাজার প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সিনিয়র নেতারা।
মোহাম্মদপুর থেকে আসা বিএনপির এক কর্মী আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরেছেন। তিনি তাঁর বাবার কবর জিয়ারত করবেন- এটা আমাদের জন্য খুব আবেগের বিষয়। নেতাকে একনজর দেখতেই এখানে এসেছি।’
স্বেচ্ছাসেবক দলের এক কর্মী মারুফ বলেন, ‘গতকাল দূর থেকে দেখেছি। আজ কাছ থেকে দেখার আশায় এসেছি।’
জিয়ারত শেষে তারেক রহমান নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে জিয়াউদ্যান ত্যাগ করেন। দিনের পরের কর্মসূচি অনুযায়ি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।









