কোটা আন্দোলনে রাজনীতি যুক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৮ জুলাই) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, এর আগে যে কোটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের প্রথম সারির ৩১ জন কেউ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এই আন্দোলনে রাজনীতি যুক্ত হয়ে গেছে। কারণ প্রকাশ্যে বিএনপি কোটা আন্দোলনে সমর্থন করেছে। এই আন্দোলন কোন ষড়যন্ত্রের অংশ কিনা, আন্দোলনের গতিধারা দেখলেই বোঝা যাবে।
তিনি বলেন, বিএনপির সরকার পতনের স্বপ্ন বাস্তবায়ন হবে না।
মন্ত্রী বলেন, সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন। উচ্চ আদালতের চুড়ান্ত রায় হওয়ার আগে রাস্তা বন্ধ করে মানুষের দুর্ভোগ করা উচিত নয়। আদালতের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সমীচীন নয়।
তিনি বলেন, আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। জনদুর্ভোগ হয়, এমন কর্মসূচি পরিহার করা উচিত।
পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলেন ওবায়দুল কাদের।









