সবার আলোচনার ভিত্তিতে আমরা জুলাই সনদ করবো উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা তো এমন বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করি নাই। আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। সে সুযোগ যাতে হারিয়ে না যায়।
সোমবার (২ জুন) বিকেল ৫টার কিছু আগে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
এই বৈঠকে ঐকমত্য কমিশনের অন্য সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতে ইসলামী, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপিসহ বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে অংশ নিয়েছে।
বৈঠকের শুরুতে অধ্যাপক ইউনূস বলেন, সবার আলোচনার ভিত্তিতে আমরা জুলাই সনদ করবো। এটাই আমাদের লক্ষ্য। এখানে আমাদের সবার ঐকমত্যগুলো তুলে ধরবো।
তিনি বলেন, ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বে অনেকগুলো বিষয়ে আমরা কাছাকাছি এসে গেছি। আরেকটু হলে আমাদের তালিকায় আরেকটা সুপারিশ যুক্ত হয়। এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।
সবার মধ্যে দূরত্ব কমিয়ে জুলাই সনদ করার করা হবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, যতগুলো ঐকমত্যের বিষয় আছে সেগুলোতে যেন আরো কিছু যোগ করতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো।
গত ২০ মার্চ থেকে দলগুলোর সঙ্গে আলাদাভাবে প্রথম পর্বের আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। প্রথম পর্বের আলোচনা শেষ হয় ১৯ মে। আজকের এই বৈঠক থেকে শুরু হলো দ্বিতীয় পর্বের আলোচনা।









