সংবিধানের মৌলিক ও আর্দশগত বিষয়ে দ্বিমত ও ও একাধিক নোট অব ডিসেন্ট নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের স্বরুপ নিয়ে জটিলতায় রাজনৈতিক দলগুলো। তারা বলছে, এত দ্বিমত নিয়ে গণভোটের নজির নেই। বিশেষজ্ঞ কমিটির সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোটেকট শরিফ ভূঁইয়া বলছেন, সনদ বাস্তবায়নে তারা “সংবিধান আদেশ” দিয়ে গণভোটের পক্ষে একটিই প্রস্তাব কমিশনকে সুপারিশ করবেন । জনগণ গণভোটে রায় দিলে সংবিধান আদেশ ২০২৫ গৃহীত হবে। আইন আকারে এর অবস্থান হবে বিদ্যমান সংবিধানের সমান।








