চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিকে স্বাধীনতার লক্ষ্যে অগ্রগামী করার রাজনৈতিক মহাকাব্য ঐতিহাসিক ৬ দফা

ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপিব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি
8:12 পূর্বাহ্ন 07, জুন 2024
মতামত
A A
Advertisements

আজ ৭ জুন, ঐতিহাসিক ৬ দফা দিবস। বাঙালি জাতির স্বাধিকারের আন্দোলনকে স্বাধীনতার আন্দোলনে পরিণত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে সম্মিলিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে ঐতিহাসিক ৬ দফা উপস্থাপন করেছিলেন। বাংলার গণমানুষের মুক্তির সনদ হিসেবে ঐতিহাসিক ৬ দফার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।

বাংলার জনগণ ১৯৪৭ সালে ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্তি লাভ পেলেও প্রকৃত স্বাধীনতা থেকে বঞ্চিত হয়। পাকিস্তানের অধীনে আর্থিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে লাঞ্ছনার শিকার হয়ে আমরা বাঙালিরা ছিলাম বঞ্চিত-নিষ্পেষিত। শিক্ষা থেকে শুরু করে চাকরি কিংবা খেলাধুলা, কোনো ক্ষেত্রেই আমরা পশ্চিম পাকিস্তানের জনগণের সমান সুযোগ-সুবিধা পাইনি। রাষ্ট্রভাষার জন্যও আমাদেরকে রাজপথে রক্ত দিতে হয়েছে। এরই ফলশ্রুতিতে সকল বৈষম্য থেকে মুক্তি পেতে পেশ করা হয় মাইলফলক দাবি ৬ দফা।

জাতির পিতা বঙ্গবন্ধু ‘ম্যাগনা কার্টা’ বা বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত ঐতিহাসিক ৬ দফায় যে দাবিগুলো উত্থাপন করেছিলেন সেগুলো হচ্ছে:

১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি
২. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
৩. মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা
৪. রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা
৫. বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা
৬. আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা

৬ দফার লক্ষ্যণীয় বিষয় হচ্ছে এতে পৃথক সেনাবাহিনী, পৃথক মুদ্রা, পৃথক কেন্দ্রীয় ব্যাংক, রেমিটেন্স, রাজস্ব ও বাণিজ্যে পূর্ণ অধিকারের দাবি তোলা হয়। পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা ছাড়া কোনো ক্ষেত্রে কেন্দ্রের নিয়ন্ত্রণ না থাকা বঙ্গবন্ধুর দূরদর্শী ও প্রজ্ঞাময় রাজনৈতিক চিন্তাধারার বহিঃপ্রকাশ। এটি ছিল পরাধীন জাতিকে স্বাধীনতার লক্ষ্যে অগ্রগামী করার অনন্য রাজনৈতিক মহাকাব্য। ৬ দফার দাবিগুলো বিবেচনা করলেই বোঝা যায়, বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধু ওতপ্রোতভাবে জড়িত।

বঙ্গবন্ধুর জন্য ৬ দফা ঘোষণার বিষয়টি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু জনগণের মুক্তির চিন্তাই বঙ্গবন্ধুর চিন্তাচেতনায় প্রাধান্য পেয়েছিল। তাই ৬ দফা ঘোষণার পর পূর্ব ও পশ্চিম পাকিস্তানি নেতাদের বিরোধিতা সত্ত্বেও জনগণকে সম্পৃক্ত করতে সারা বাংলাদেশ ছুটে বেড়ান জাতির পিতা। পাকিস্তানের শাসকগোষ্ঠী ৬ দফা দাবির পরিণতি অনুধাবন করেই পেশিশক্তি ও বন্দুকের মাধ্যমে ৬ দফা প্রতিহতের ঘোষণা দেয়। এ সময় ৬ দফার মর্মবাণী সারাদেশে ছড়িয়ে দিতে ৩৫ দিনে ৩৩টি জনসভা করেন বঙ্গবন্ধু। ৬ দফা আন্দোলনের ২ মাসের মধ্যে মোট ৮ বার গ্রেপ্তার হন তিনি, কিন্তু থেমে যাননি। জেল থেকে বেরিয়ে এসে আবার ৬ দফার দাবিতে জনমত গড়েছেন, সংগ্রাম অব্যহত রেখেছেন।

বাংলার জনগণের স্বাধিকার তথা ৬ দফার জন্য বঙ্গবন্ধুকে জীবনের মায়া ত্যাগ করে শুধু শাসকগোষ্ঠীর সাথে সংগ্রামই নয়, দলের ভেতর থেকেও প্রবল প্রতিরোধের মুখোমুখি হতে হয়েছিল, ভাঙ্গন শুরু হয়েছিল দলে। নিখিল পাকিস্তান আওয়ামী লীগের নসরুল্লাহ খানের নেতৃত্বে পশ্চিম পাকিস্থানী আওয়ামী লীগের সকল নেতা এবং পূর্ব পাকিস্থানের আব্দুস সালাম খানসহ অনেক শীর্ষ নেতা আওয়ামী লীগ থেকে বেরিয়ে যায়। কেউ অন্য দলে যোগ দেয়, কেউ পিডিএম এর মত দল গঠন করে।

কোনো বিরোধিতাকে আমলে না নিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘সাঁকো দিলাম, স্বাধিকার থেকে স্বাধীনতায় উন্নীত হওয়ার জন্য।’

শাসকগোষ্ঠী ও দলের অভ্যন্তরে বিরোধিতার পরিপ্রেক্ষিতে ১৯৬৬ সালের মার্চে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষ্যে আয়োজিত জনসভায় বঙ্গবন্ধু বলেছিলেন, ‘৬ দফার প্রশ্নে কোনো আপোষ নাই। রাজনীতিতে কোনো সংক্ষিপ্ত পথ নাই। নেতৃবৃন্দের ঐক্যের মধ্যেও আওয়ামী লীগ আর আস্থাশীল নয়। নির্দিষ্ট আদর্শ ও সেই আদর্শ বাস্তবায়নের জন্য নিবেদিত প্রাণ কর্মীদের ঐক্যেই আওয়ামী লীগ বিশ্বাস করে। আওয়ামী লীগ নেতার দল নয়, এ প্রতিষ্ঠান কর্মীদের প্রতিষ্ঠান। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই ৬ দফা আদায় করতে হবে। কোনো হুমকিই ৬ দফা আন্দোলনকে প্রতিরোধ করতে পারবে না। ৬ দফা হচ্ছে বাঙালির মুক্তি সনদ।’

জনগণও বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়েছে অকুণ্ঠভাবে। ৮ মে নারায়ণগঞ্জে জনসভা শেষে ঢাকায় ফিরে আসার পর ধানমন্ডির বাড়ি থেকে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় ও ৯ মে কারাগারে প্রেরণ করা হয়। বঙ্গবন্ধুর গ্রেপ্তারে বাঙালিরা ক্ষোভে ফুঁসে ওঠে। আওয়ামী লীগের নেতৃত্বে ৭ জুন দেশব্যাপী হরতালের ডাক দেওয়া হয়। তৎকালীন গভর্নর মোনামেয় খানের নির্দেশে ৭ জুন আওয়ামী লীগের মিছিলে নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায় পাকিস্তানি বাহিনী। গুলিতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, মুজিবুল হকসহ অনেকে শহীদ হন। গ্রেপ্তার হন হাজার হাজার মানুষ।

৭ জুন জেলে বসেই বঙ্গবন্ধু জানতে পারেন ৬ দফার সমর্থনে স্বতস্ফূর্তভাবে হরতাল পালন করেছে এদেশের জনগণ। বঙ্গবন্ধু তার কারাগারের রোজনামচায় ৭ জুন সম্পর্কে লিখেছেন- ‘১২ টার পরে খবর পাকাপাকি পাওয়া গেল যে হরতাল হয়েছে। জনগণ স্বতষ্ফূর্তভাবে হরতাল পালন করেছেন। তারা ৬-দফা সমর্থন করে আর মুক্তি চায়। বাঁচতে চায়, খেতে চায়, ব্যক্তি স্বাধীনতা চায়, শ্রমিকের ন্যায্য দাবি, কৃষকদের বাঁচার দাবি তারা চায়, এর প্রমাণ এই হরতালের মধ্যে হয়েই গেল।’

ছয় দফার প্রতি অবিচল ও আপোষহীন থাকার ফলেই ছয় দফা পরিণত হয়েছিল এক দফা তথা স্বাধীনতায়। বাংলার ম্যাগনাকার্টা ৬ দফা শুধু বাঙালীর মুক্তির সনদই নয়, ৬ দফা বঙ্গবন্ধুর নেতৃত্ব, প্রজ্ঞা, দূরদর্শিতা ও জনগণের প্রতি প্রগাঢ় ভালবাসার প্রতিফলন। ৬ দফা ঘোষণার দিনের পরিবর্তে ৭ জুন ছয় দফা দিবস ঘোষণা করা জনগণের প্রতি অপরিসীম ভালবাসার দৃষ্টান্ত।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: ৬ দফা দিবসঐতিহাসিক ৬ দফা দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নামিবিয়াকে হারিয়ে টেবিলে শীর্ষে স্কটল্যান্ড

পরবর্তী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরবর্তী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টানোর মামলা স্থগিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩৬ দফার ইশতেহার দিল এনসিপি

জানুয়ারি 30, 2026

নেটফ্লিক্সে মুক্তির দিনেই প্রশ্নের মুখে ‘ধুরন্ধর’

জানুয়ারি 30, 2026

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা

জানুয়ারি 30, 2026

৩০০ সিনেমায় কাজ করা সেই সবুজ প্রথমবার পেলেন জাতীয় পুরস্কার!

জানুয়ারি 30, 2026
Europa

ইউরোপা লিগে শেষ ষোলো ও প্লে-অফের টিকিট পেল যারা

জানুয়ারি 30, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version