Site icon চ্যানেল আই অনলাইন

রাজনৈতিক বিজ্ঞাপন ফিরছে টুইটারে

জনপ্রিয় তারকা, রাজনীতিবিদ বা খেলোয়াড়দের আলোচনা-সমালচনার নিয়ে জনসাধারণের মাধে শীর্ষে থাকা সোশ্যাল মিডিয়া টুইটার এবার নিজের এক ঘোষণার জন্য আলোড়ন তুলেছে।

টুইটার কেনার পর থেকে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছেন গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক।

এবারও কিছুতা সমালোচিত সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক। টুইটারের আয় বাড়াতে যুক্ত হচ্ছে ব্লু টিক কেনার সুযোগ। পাশাপাশি রাজনৈতিক বিজ্ঞাপন থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে টুইটার।

২০১৯ সালের নভেম্বর মাসে রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করে টুইটার। কোন প্রকার নির্বাচনে রাজনৈতিক বিজ্ঞাপন যেন ভোটারদের প্রভাবিত না করতে পারে তাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন টুইটারের প্রতিষ্ঠাতা এবং তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডোরসি।

বুধবার ‘টুইটার সেফটি’ থেকে একটি বার্তা এই তথ্যটি নিশ্চিত করে।

 

২০২২ সালে অক্টোবর মাসে টুইটার কেনার মাধ্যমে বড় পরিমাণের অর্থনৈতিক মন্দার মুখোমুখি হতে হয়েছে ইলন মাস্ককে।

২০২১ সালের নভেরম্বর মাস পর্যন্ত ৩৪ হাজার কোটি ডলার মূল্যের সম্পদের মালিকানাধারী বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় থাকা ইলন মাস্ক, ২০২২ সাল থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে টেসলার শেয়ারে ধস নামার পর তার সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি ডলারে গিয়ে ঠেকেছে।

Exit mobile version