গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য রবিউল ইসলাম নিহত হয়েছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম (৩৫) মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার ছেলে। তিনি নড়াইল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
বেলা ৩টার দিকে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ সদস্য রবিউল ইসলাম রাতে কর্মস্থল নড়াইল সদর থানায় ডিউটি শেষে সকালে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি মুকসুদপুরে যাচ্ছিলেন।
তিনি, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের ভাঙ্গাপোল এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসটি চিহ্নিত করে চালক ও বাস আটক করতে পুলিশ তৎপরতা শুরু করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।









