বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর ১০ নম্বর গোলচক্কর এলাকায় গুলিতে নিহত সাগর হত্যা মামলায় কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে মিরপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
এর আগে, সোমবার (১২ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে আটক হন লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম
মমতাজ বেগমের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও মানিকগঞ্জে একাধিক হত্যা, হত্যাচেষ্টা এবং সহিংসতার মামলা রয়েছে, যার বেশিরভাগই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় দায়ের হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।









