পাকিস্তানের অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগরের করুণ মৃত্যুকে ঘিরে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেছে করাচি পুলিশ। দীর্ঘদিন ধরে তার মৃত্যু অজানা থাকার কারণও ব্যাখ্যা করেছেন কর্মকর্তারা।
একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে করাচির ডিআইজি সাউথ আসাদ রাজা বলেন, “পচনধরা লাশের গন্ধ সাধারণত ৫ থেকে ৪০ দিন পর্যন্ত টিকে থাকতে পারে। কিন্তু যেসব প্রতিবেশী হুমায়রার পাশের ফ্ল্যাটে থাকতেন, তারা গত বছরের অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাইরে ছিলেন। ফলে কেউই কিছু বুঝতে পারেননি।”
তিনি আরও জানান, হুমায়রার ঘরটি ছিল একটি সংযুক্ত গ্যালারিযুক্ত কক্ষে, এবং পাশের রুমের বাথরুমের জানালাটি খোলা ছিল। এই খোলা জানালা দিয়েই হয়তো গন্ধ বাইরে ছড়িয়ে পড়ে মিলিয়ে গেছে।
ডিআইজি জানান, ফ্ল্যাট ব্যবস্থাপনা, দারোয়ান এবং প্রতিবেশীদের নিয়ে তদন্ত চলছে।
পুলিশের মতে, হুমায়রা আসগরের মৃত্যু হয়েছে ২০২৪ সালের ৭ অক্টোবর। “তিন দিন পর ফ্ল্যাটের দারোয়ান তাকে ফোন করেছিলেন, কিন্তু কোনো উত্তর পাননি। তার এক বন্ধুও যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু সাড়া মেলেনি” জানায় পুলিশ।
হুমায়রার মরদেহ উদ্ধার হয় চলতি মাসের ৮ তারিখে। যখন একজন কোর্ট বেইলিফ ভাড়া বাকি থাকায় মামলার প্রেক্ষিতে ফ্ল্যাটে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, মরদেহটি এক থেকে দুই মাস আগের। কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে উঠে আসে, তিনি ৮ থেকে ১০ মাস আগেই মারা গিয়েছিলেন, এবং মরদেহ ছিল পচনের চূড়ান্ত পর্যায়ে। –দ্য কারেন্ট.পিকে









