প্রেসক্লাবের সামনে বেতন বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকা এবং সার্ভিস বেনিফিটসহ সব পাওনা পরিশোধের দাবি নিয়ে মঙ্গলবার (২৫ মার্চ) তৃতীয় দিনের মত আন্দোলনে নামে শ্রমিকরা।
এর আগে, সোমবার (২৪ মার্চ) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো শ্রম ভবনের সামনে অবস্থান নিলেও প্রশাসনের কেউ যোগাযোগ না করায় আজও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তারা।









