বিএনপির ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে জেলায় জেলায় মিছিল, বিক্ষোভ ও পুলিশের সাথে নেতাকর্মীদের বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে।
এরমধ্যে নারায়ণগঞ্জের চাষাড়া বালুর মাঠ এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংর্ঘষ হয়েছে।
রোববার ২৯ অক্টোবর সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে দফায় দাফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এর আগে বিএনপির সহযোগী দল গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা চাষাঢ়ায় মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ জেএসডি’র মহানগরের সভাপতি মোতালেব মাস্টারকে আটক করে।
অন্যদিকে শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের আধুরিয়ায় সড়ক অবরোধ করে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা। কুমিল্লার চকবাজারে বিএনপির মিছিলে বাধা এবং টিয়ারসেল ও ফাঁকা গুলি চালায় পুলিশ। এসময় এক পুলিশ সদস্য আহত হয়, আটক করা হয়েছে চারজনকে।
এছাড়াও আজ ভোলা, বরিশাল, টাঙ্গাইল, নেত্রকোণায় মিছিল ও বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। হরতালে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।







