মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা এলাকায় অভিযান চালিয়ে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় লুন্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত ১টি খেলনা পিস্তল, ১টি ছুরি, ১টি রামদা, ১টি হেমার ও ১টি লোহার তৈরি কাটার উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ২৬ আগস্ট রাত ১১টার দিকে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা’র (ওসি) নেতৃত্বে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় ডাকাত জাকির হোসেন (৪০) রুবেল মিয়া (৩০), আমির হোসেন (৪১)কে জাকির হোসেনের বসত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং জাকির হোসেনের দেখানো মতে তার বসত ঘরের রান্না ঘরে রক্ষিত চালের ড্রাম হতে লুন্ঠিত ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১ টি রুপার চেইনসহ এবং ডাকাত জাকিরের বসত বাড়ি সংলগ্ন পূর্ব পাশের ঝুপঝার হতে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ডাকাতির কাজে ব্যবহৃত ১টি খেলনা পিস্তল, ১টি ছুরি, ১টি রামদা, ১টি হেমার ও ১টি লোহার তৈরি কাটার উদ্ধার করা হয়। পরে রাজনগর থানায় ভুক্তভোগী আমিরুন নেছা ডাকাতের মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ২৪ আগস্ট রাত ২টার দিকে রাজনগরের উত্তরভাগ ইউপির পশ্চিম লালাপুর এলাকার আমিরুন নেছার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এসময় ঐ বাড়ির বারান্দার কলাপসিবল গেইটের তালা ও রুমের ছিটকারি ভেঙে ৫-৭ জন ডাকাত হাতে রামদা, ছুরি, তালা কাটার যন্ত্র ও লোহার শাবল, টর্চ লাইট, আগ্নেয়াস্ত্রসহ আমিরুন নেছার বসত ঘরে প্রবেশ করার সময় দরজার ছিটকারি ভাঙ্গার শব্দ শুনে তাদের ঘুম ভেঙে যায়। সাথে সাথে ডাকাতেরা শয়ন কক্ষের লাইট জ্বালিয়ে দিলে ঘরে থাকা কাপড়ের টুকরা দিয়ে আমিরুন নেছারসহ তার মেয়ে, পুত্রবধুর হাত, পা, চোখ রেখে গোসল খানার ফ্লোরে এবং ঘরের বাথরুমে আটক রেখে ডাকাতরা নগদ টাকাসহ স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়।








