বছর ঘুরে আবারও শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬। চলতি বছরের ৩ জানুয়ারি ঢাকার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পর্দা উঠেছে এবারের ৩০তম আসরের।
দর্শনার্থীদের মন ভালো করার প্রত্যয় নিয়ে প্রতি বছরের মতো ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড পোলার আইসক্রীম মেলায় অংশগ্রহণ করেছে তাদের নান্দনিক প্যাভিলিয়ন নিয়ে। এবারও পোলার তাদের জেনারেল প্যাভিলিয়ন–১৪ কে সাজিয়েছে নান্দনিক আলোকসজ্জা এবং ব্যতিক্রমী ডিজাইনে।
মাসজুড়ে পোলার আইসক্রীম প্যাভিলিয়নে রেগুলার সব মজার আইসক্রীমের পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে নতুন অ্যামেজিং ফ্লেভারের এক্সক্লুসিভ সব আইসক্রীম, এক্সাইটিং ভিআর গেমস ‘আইসক্রীম অভিযান’ ও বিভিন্ন মজার অ্যাক্টিভিটিসহ, ফ্যান্টাসি কিংডমের ৫০% ডিসকাউন্ট কুপন।
নান্দনিক এই প্যাভিলিয়নে মন ভালোর আয়োজনে জেনারেল প্যাভিলিয়ন–১৪ তে আপনাকে স্বাগতম!









