২০২৬ সালের অস্কারে ‘শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র’ বিভাগে লড়াইয়ের জন্য ‘ফ্রান্ৎস কাফকা’-কে নির্বাচিত করেছে পোল্যান্ড! পোলিশ ফিল্ম ইনস্টিটিউট পোল্যান্ডের পক্ষ থেকে ‘ফ্রান্ৎস’ চলচ্চিত্রটিকে অস্কারের জন্য নির্বাচন করা হয়।
‘ফ্রান্ৎস’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আগনিয়েস্কা হলান্ড। এটি বিখ্যাত চেক লেখক ফ্রান্ৎস কাফকার জীবনী নিয়ে তৈরি একটি অ-কালানুক্রমিক এবং সৃজনশীল বায়োপিক।
নবাগত অভিনেতা ইদান ওয়েইস কাফকা চরিত্রে অভিনয় করেছেন। লেখকের জীবনে তার কঠোর বাবার কথা যে কোনো কাফকাপ্রেমীই ভুলতে পারবেন না, পর্দায় কাফকার বাবার চরিত্রে অভিনয় করেছেন পিটার কুর্থ।
এছাড়াও ক্যারল শুলার তার দীর্ঘকালের সঙ্গী ফেলিস বাউয়ার হিসেবে অভিনয় করেছেন। আর গেসা শেরমুলি ও জেনোভেফা বোকোভা কাফকার প্রেমিকাদের চরিত্রে অভিনয় করেছেন।
চলচ্চিত্রে কাফকার জীবনের পুনর্নির্মিত দৃশ্যগুলো আধুনিক প্রাগের দৃশ্যে মিশ্রিত করা হয়েছে। যা দেখায় কীভাবে ‘অ্যালিয়েনেশন’ ও ‘অ্যাংস্ট ’-এর মাস্টার কাফকা আজকাল পর্যটক আকর্ষণ এবং স্যুভেনিয়ার বিক্রির জন্য ব্র্যান্ডে পরিণত হয়েছে।
ফিল্মটি এরআগে বিশ্বপ্রিমিয়ার করেছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
পোল্যান্ড এখন পর্যন্ত শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্রের জন্য ১৩ বার অস্কার মনোনীত হয়েছে এবং ২০১৫ সালে পাওয়েল পাওলিকোভস্কির ‘ইডা’ চলচ্চিত্রের জন্য একবার জিতেছে।
অ্যাকাডেমি প্রথম ১৫টি শর্টলিস্টেড চলচ্চিত্র ঘোষণা করবে ১৬ ডিসেম্বর। চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে ২২ জানুয়ারি ২০২৬-এ। ৯৮তম অস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৫ মার্চ ২০২৬, লস অ্যাঞ্জেলেসে। হলিউড রিপোর্টার










