প্যারিস অলিম্পিকে ১২তম দিনে এসে প্রথম সোনার দেখা পেয়েছে পোল্যান্ড। স্পোর্টস ক্লাইম্বিংয়ে মেয়েদের স্পিডে সোনাসহ দুটি পদক জিতেছে দেশটি। আসরে সবমিলিয়ে ষষ্ঠ পদক তাদের।
ফাইনালে চীনের ডেং লিজুয়ানকে হারিয়ে পোলিশদের প্রথম স্বর্ণ জেতার স্বাদ এনে দেন আলেকজান্দ্রা মিরোসল (৬ মিনিট ১০ সেকেন্ড)। পোলিশ অ্যাথলেট থেকে ৮ সেকেন্ড পিছিয়ে রৌপ্য পান লিজুয়ান (৬ মিনিট ১৮ সেকেন্ড)।
ব্রোঞ্জের লড়াইয়ে ইন্দোনেশিয়ার সালসাবিলাহর মুখোমুখি হন পোল্যান্ডের আলেকজান্দ্রা কালুকা। ৬ মিনিট ৫৩ সেকেন্ড সময় নিয়ে পদক জেতেনে কালুকা। ৮.২৪ সেকেন্ড সময় নেন সালসাবিলাহ।









