ইউরো ২০২৪ আসরে গ্রুপপর্বে পোল্যান্ড ও নেদারল্যান্ডস ম্যাচ খেলতে নামবে একটু পর। তার আগে আয়োজক জার্মানির পুলিশ একজনকে গুলি করেছে। স্থানীয় পুলিশ সংবাদমাধ্যমে এমন তথ্য জানিয়েছে। ম্যাচের স্টেডিয়াম হামবুর্গের কাছে এ ঘটনা ঘটেছে, তবে কেউ নিহত হয়নি।
হামবুর্গ পুলিশের পক্ষে জানানো হয়েছে, ‘হামবুর্গের সেন্ট পাওলি ডিস্ট্রিক্টের কাছে পুলিশের একটি অভিযান চলছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমরা পেয়েছি যে, এক ব্যক্তি কুড়াল দিয়ে একজন পুলিশকে হুমকি দিচ্ছিল। তখন ওই পুলিশ তার অস্ত্র ব্যবহার করে। আক্রমণকারী গুলিবিদ্ধ হন এবং তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।’
‘ডি’ গ্রুপে পোল্যান্ড ও নেদারল্যান্ডসের ম্যাচ দেখার জন্য হামবুর্গে প্রায় ৪০ হাজারের বেশি ভক্ত-সমর্থক জড়ো হয়েছে। ঘটনার সময় দর্শকরা স্টেডিয়ামে ঢুকছিল।








