বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় চ্যানেল আই ও সুরের ধারার যৌথ প্রযোজনার অনুষ্ঠান হাজারও কণ্ঠে বর্ষবরণ। সব বয়সী মানুষ পয়লা বৈশাখের প্রথম প্রহরটা সুরে ও গানে উদযাপন করতে উপস্থিত ছিলো অনুষ্ঠান স্থলে; পাশাপাশি বাংলাদেশে বসবাসরত বিদেশী নাগরিকদের উপস্থিতি অনুষ্ঠানটিকে দেয় ভিন্ন মাত্রা। তারাও বাংলাদেশের সংস্কৃতির সাথে মিশে যান রঙে-বৈচিত্রে। সুরের ধারার পর্ব শেষ হয় সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গান দিয়ে। শিল্পীদের সাথে সাধারণ দর্শকরাও কণ্ঠ মেলান।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে







