২০১৬ সালে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের প্রথম মৌসুমটা ভালোই কেটেছিল ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার। কিন্তু এরপর থেকেই শুরু হয় ছন্দপতন। জাতীয় দল ও জুভেন্টাসে যে মানের ফুটবল খেলেছেন, গত কয়েক বছরে ইউনাইটেডের জার্সিতে তার ছিঁটেফোঁটাও দেখা যায়নি। তাই পুরোনো ঠিকানাতেই আবার ফিরে গেলেন পল পগবা।
২০১২ সালে চার বছরের চুক্তিতে জুভেন্টাসে গিয়েছিলেন পগবা। ১০ বছর পরেও ঘটালেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতে থাকছেন ফ্রেঞ্চ মিডফিল্ডার। সোমবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে সিরি’আর ক্লাবটি।
জুভেন্টাসে ইতিধ্যে মেডিকেল পরীক্ষা সেরে ফেলেছেন ২৯ বর্ষী মিডফিল্ডার। তাই সিরি’আ জায়ান্টদের হয়ে মাঠে নামতে খুব বেশি দেরি নেই পগবার।
প্রথম মেয়াদে জুভেন্টাসে বেশ সফল ছিলেন পগবা। মাঝমাঠে দারুণ নৈপুণ্যে খেলা গড়ার পাশাপাশি চার বছরে গোল করেছিলেন ৩৪টি। তবে শুধু গোল করাতেই থেমে থাকেননি ফ্রেঞ্চ মিডফিল্ডার, সতীর্থদের দিয়ে করিয়েছিলেন ৩২টি গোল। চার মৌসুমেই সিরি’আ জয়ের পাশাপাশি স্বাদ পেয়েছিলেন আরও কয়েকটি শিরোপার।
পরে ২০১৬ সালে ৮ কোটি ৯০ লাখ পাউন্ডে আবার ইউনাইটেডে ফেরেন বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। এবার ইউনাইটেডের জার্সিতে পুরোপুরি ফ্লপ ছিলেন তিনি। এখন পর্যন্ত রেড ডেভিলদের হয়ে ২৩২ ম্যাচ খেলে ৩৯টি গাল করেছেন তিনি।








