‘যে জলে আগুন জ্বলে’ বইয়ের লেখক হেলাল হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কবির মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন চলচিত্র নির্মাতা শবনম ফেরদৌসী।
বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর পিজি হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, সাদা চাদরে মোড়া কবি হেলাল হাফিজের নিথর মরদেহ। এসময় শাহবাগের সুপার হোস্টেলের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন, যারা দুপুরে কবিকে নিয়ে পিজি হাসপাতালে নিয়ে আসেন।
এমন একজনের সাথে কথা বলতে চাইলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ দুপুরে খাবার খেতে ডাকতে গিয়ে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তড়িঘড়ি করে ২টার দিকে পিজি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ২টা ৪০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সরেজমিনে ছিলেন শাহবাগ থানার ডিউটি অফিসার গোলাম পারভেজ। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, দুপুরে খবর পেয়েই আমরা হাসপাতাল ও পরে ঘটনাস্থল শাহবাগের সুপার হোস্টেল প্রদর্শন করি। ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীদের বয়ান নেয়া হয়েছে।
প্রাথমিকভাবে সন্দেহজনক কিছু পাননি জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, মৃত হেলাল হাফিজের পরিবারের তরফে কোনো অভিযোগ নেই। উনার ভাতিজিসহ অনেকেই আছেন, তারাও কোনো অভিযোগ করেননি।









