শেখ মহিউদ্দিন আহাম্মদ: কবি ও গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফের জামিন দিয়েছেন ময়মনসিংহের আদালত। আজ মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তার জামিন মঞ্জুর করেন।
পুলিশ তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠায়। তবে তার বিরুদ্ধে কেউ মামলা গ্রহণ করা হয়নি। শামীম আশরাফের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি পোস্টার ডিজাইনের মাধ্যমে ময়মনসিংহ সিটি করপোরেশন ও মেয়র একরামুল হক টিটুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।
এরআগে, রোববার ১৮ ফেব্রুয়ারি রাতে নগরের আঠারোবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শামীমকে। তিনি সদরের দাপুনিয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে। নগরে আশরাফের ‘গ্রাফিটি’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।
এই বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, নগরের আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় অবস্থিত শামীম আশরাফের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রাফিটি’ থেকে সোমবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করে তাকে হাজতে পাঠায়। আজ মঙ্গলবার শুনানি শেষে ময়মনসিংহের ৩নং আদালতের ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তার জামিন মঞ্জুর করেন।
এদিকে আজ মঙ্গলবার সকালে ময়ননসিংহ সাহিত্য সংসদ ও বিক্ষুব্ধ সংস্কৃতি কর্মীরা নগরীর জিরো পয়েন্টে শামীম আশরাফের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মামলা প্রত্যহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করে। এতে ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা কবি ও সাহিত্যিক ফরিদ আহমেদ দুলাল বক্তব্য রাখেন।
উল্লেখ্য, শামীমের পোস্টারে নগরীর সমস্যা, বিশেষ করে তীব্র যানজট ও জলাবদ্ধতার চিত্র তুলে ধরা হয়েছে। তবে সিটি করপোরেশনের মেয়র একরামুল হক টিটুর অনুসারীদের অভিযোগ, শামীম পোস্টারের মাধ্যমে সিটি মেয়রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি নিজের নামে এসব পোস্টার করছেন না।








