মৌসুম শুরুর আগে নতুন কোচ পেয়েছে চেলসি। আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় মাউরিসিও পচেত্তিনো দায়িত্ব নিয়েই দলের তারকা খেলোয়াড় রাহিম স্টার্লিং, বিশ্বকাপজয়ী এনজো ফের্নান্দেজদের উপদেশ দিয়েছেন। নতুন মৌসুম শুরুর আগে সেরা তারকাদের থেকে দক্ষতা দেখতে চান ৫১ বর্ষী কোচ।
‘এখানে নতুনভাবে শুরু করতে হবে। তাদের দক্ষতা দেখাতে হবে। কিন্তু তার আগে আমাদের এমন একটি মাধ্যম তৈরি করতে হবে, যেখানে তারা ভালো পরিবেশ পাবে এবং ভালো খেলে যেন উন্নতি করতে পারবে।’
‘এই খেলোয়াড়রা কঠিন সময়ে আমাদের এখানে আছে এবং অনেক বড় একটি চ্যালেঞ্জ এটি। কারণ আমরা এভাবে কাজ করতে পছন্দ করি। আমরা তাদের সেই সুযোগটি দিয়ে দেখব তারা কী করতে পারে এবং চেলসিতে কীভাবে চাপ সামলে খেলে।’
‘সবার মেজাজ বোঝাই শুধুমাত্র কোচের কাজ নয়। খেলোয়াড়দের দায়িত্ব রয়েছে নিজেদের খাপ খাইয়ে নিতে চেষ্টা করা। কঠোর পরিশ্রম করে সবকিছু ঠিক রেখে আমাদের সেরাটা বের করে আনতে দেয়া।’
রাহিম স্টার্লিং, মিখাইলো মাডরিক, এনজো ফের্নান্দেজের মতো তারকা খেলোয়াড় এনেও খুব একটা সুবিধা করতে পারেনি ব্লুজরা, গত মৌসুম ছিল বিপর্যয়ের। প্রিমিয়ার লিগে ১২তম স্থানে থেকে মৌসুম শেষ করে লন্ডনের ক্লাবটি। দায়িত্ব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনে পচেত্তিনো খেলোয়াড়দের তাই সতর্কবার্তাই দিলেন সেরাটা দেয়ার জন্য।








