থমাস টুখেলকে বরখাস্ত করার পর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয় চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে শোচনীয় অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে ব্লুজরা, হেরে চলেছে একের পর এক ম্যাচ। স্থায়ী কোচ নিয়োগ মিলবে কি না, তা বলবে সময়। আপাতত খবর হলো মাউরিসিও পচেত্তিনোকে স্থায়ী কোচ হিসেবে পেতে চাইছে ইংলিশ জায়ান্টরা।
ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পচেত্তিনোর সঙ্গে চুক্তির চূড়ান্ত শর্তগুলো নিয়েই স্ট্যাম্পফোর্ড ব্রিজের ক্লাবটি আলোচনা ও কাজ চালিয়ে যাচ্ছে। আর্জেন্টাইন কোচ চেলসির ধারাবাহিক বাজে পারফরম্যান্সের ভেতর ইংলিশ জায়ান্টদের দায়িত্ব নেবেন কি না, তা এখনো পরিষ্কার নয়। চেলসি আশা করছে, চুক্তির বিস্তারিত জানার পর পচেত্তিনো নাকি রাজি হবেন।
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সেরা দশেও নেই চেলসি। ৩৩ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে ব্লুজরা। টানা ছয় ম্যাচে তাদের পেতে হয়েছে হারের তিক্ত অভিজ্ঞতা।
২০২৩ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ১৮ মাস পার হতেই পিএসজি থেকে গত বছরের জুনে বরখাস্ত হন পচেত্তিনো। ৫০ বর্ষী এ আর্জেন্টাইনের অধীনে গত মৌসুমে ফ্রেঞ্চ ক্লাবটি লিগ ওয়ান জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার জেরে তাকে ছেটে ফেলা হয়।
চুক্তি শেষের আগে তাড়িয়ে দেয়ার কারণে তিনি ১৫ মিলিয়ন ইউরো অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দাবি করেন। পরে অবশ্য ১০ মিলিয়ন ইউরো নিয়েই পচেত্তিনো সন্তুষ্ট থাকেন।







