সদ্য শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম একেবারেই ভালো কাটেনি চেলসির। পয়েন্ট টেবিলে ছয়ে থেকে শেষ করেছে মাউরিসিও পচেত্তিনোর দল। জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স লিগে, জেতা হয়নি একটি ট্রফিও। হতাশার মৌসুম শেষে কোচের দায়িত্ব ছাড়লেন আর্জেন্টাইন পচেত্তিনো।
স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি বিবৃতিতে জানায়, ‘চেলসি নিশ্চিত করছে, ক্লাব এবং মাউরিসিও পচেত্তিনো সমঝোতার ভিত্তিতে বিচ্ছিন্ন হয়েছে।’
৫২ বর্ষী পচেত্তিনো গতবছর জুলাইয়ে দুবছর মেয়াদে দায়িত্ব নিয়েছিলেন চেলসির। ২০২২-২৩ মৌসুমে ১২তম স্থানে থেকে লিগ শেষ করা ক্লাবটিকে পথে ফেরানোর দায়িত্ব নিয়েছিলেন তিনি। নতুন শুরুর আভাস দিয়ে গতবছর এগোলেও তেমন কিছু দেখা যায়নি মাঠে।
যদিও চলতি মে মাসের ফল বিবেচনায় নিলে বেশ ভালো ছিল। তারপরও একবছরেই শেষ হয়ে গেল ক্লাবটির সঙ্গে পচেত্তিনোর সম্পর্ক। আগামী মৌসুমে নতুন কোচের সন্ধান করবে দ্য ব্লুজ বাহিনী।
সদ্য শেষ হওয়া মৌসুমে শুরুটা ভালো ছিল না চেলসির। প্রথম ১০ ম্যাচের কেবল তিনটিতে জয় পায়। মৌসুমের দ্বিতীয় ভাগে ঘুরে দাঁড়ায় ক্লাবটি। এ সময়ে শুধু ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুলই চেলসির চেয়ে বেশি পয়েন্ট তুলতে পেরেছে। প্রিমিয়ার লিগে গত ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ম্যাচ খেলে মাত্র একটিতে হারে তারা, সবশেষ পাঁচ রাউন্ডে জয় পায় পচেত্তিনোর দল।









