মার্কিন যুক্তরাষ্ট্রের ছেলেদের জাতীয় দলে নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আর্জেন্টাইন মারিসিও পচেত্তিনো। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ৫২ বর্ষী পচেত্তিনোকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। শুক্রবার নিউইয়কে তার পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর এ কোচনি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন কিংবদন্তি দুই কোচ টানা মার্টিনো ও পেপ গার্দিওলা।
ইন্টার মিয়ামি বস মার্টিনো স্বদেশি পচেত্তিনো সম্পকে বলেছেন, ‘আর্জেন্টিনার কোচ, আর্জেন্টাইন ফুটবলের চিন্তাভাবনা শুধু খেলোয়াড়দের মধ্যেই নয়, বিশ্বেব্যাপীও প্রভাবশালী। আমরা এমন একটি পরিবেশে অনুশীলনে ছিলাম যেখানে প্রায় একটি ছেলেকে স্কাউটের মতো হওয়া প্রয়োজন, যারা সবকিছুর জন্য প্রস্তুত থাকে। এটি আমাদের একটি ভিন্ন ধরণের প্রেরণা দেয়।’
পচেত্তিনোকে নিয়ে ম্যানচেস্টার সিটি বস গার্দিওলার মন্তব্য এমন, ‘তার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দল ও সেখানে আমাদের যেসব বন্ধুরা আছে তাদের জন্য শুভকামনা। আমি জানি তিনি একজন বিশ্বমানের অভিজ্ঞ কোচ।’
‘ইউএসএ বহু বছর ধরে একটি প্রকল্প তৈরি করার চেষ্টা করছে এবং জাতীয় দলকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ, খেলাধুলার পরিমাণ এবং আরও অনেক কিছু সম্ভাবনাময়। যদি সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, এটা তার জন্য সেরা হবে।’









