রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নবজাতকদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তার পক্ষ থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় এসব উপহার পৌঁছে দেওয়া হয়।
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. আলী আবরারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের পক্ষে নবজাতকদের আত্মীয়দের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্পেশালাইজড হাসপাতালের ডা. সাদিক ও ডা. ইখতিয়ার এবং নার্স মেট্রনসহ অন্যান্যরা।







