এলিমিনেটরে যাত্রা থামল বিপিএলে আসরের অন্যতম শক্তিশালী রংপুর রাইডার্সের। মিরপুরে সিলেট টাইটানস বোলারদের সামনে ধুঁকতে হয়েছে তাদের। খালেদ-নাসুমের দাপুটে বোলিংয়ে তিস্তা পাড়ের দলটিকে ১১১ রানে আটকায় সিলেট। অবশ্য বল হাতে লড়াই করেছে রংপুর। শেষ বল অবধি নিয়েছে খেলা। জিততে শেষ বলে সিলেটের ৬ রান লাগত। ফাহিম আশরাফের বলে ছক্কা হাঁকিয়ে শ্বাসরুদ্ধকর জয় এনে দেন ক্রিস ওকস। রংপুরকে ৩ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ারের টিকেট কেটেছে চায়ের শহরের দলটি।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রংপুরকে ব্যাটে আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১১১ রান করতে পারে রংপুর। জবাবে ম্যাচের শেষ বলে জয়ের বন্দরে নোঙর করে সিলেট। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা। প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফায়ারের রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার পরাজিত দল।
রানতাড়ায় নেমে সিলেটের শুরুটাও ভালো হয়নি। ২ রানে প্রথম উইকেট হারায়। তৌফিক খান ২ রানে আউট হন। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। পারভেজ হোসেন ইমন ১২ বলে ১৮ রানে ফেরেন। ৪০ রানে তৃতীয় উইকেট হারায় তারা। আরিফুল ইসলাম ফেরেন ১৮ বলে ১৭ রানে। ৪৪ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়, সেটা বাড়ে আফিফ ৩ রানে ফিরে।
পঞ্চম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও স্যাম বিলিংস যোগ করেন ৫০ রান। ৯৪ রানে মিরাজ আউট হন ২৩ বলে ১৮ রানে। ৯৭ রানে স্যাম বিলিংস আউট হন। ইংলিশ ব্যাটার করে যান ৪০ বলে ২৯ রান। ইনিংসের দুবল বাকি থাকতে মঈন আলি আউট হন। ৯ বলে ৪ রান করে। পরের দুই বলে জিততে সিলেটের লাগতো ৭ রান। পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে ওকসকে স্ট্রাইক দেন খালেদ আহমেদ। শেষ বলে ছক্কা হাঁকান ওকস। জয়োল্লাসে মাতে সিলেট।
রংপুরের হয়ে দুটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম। ফাহিম আশরাফ, নাহিদ রানা ও খুশদিল শাহ নেন একটি করে উইকেট।
আগে রংপুরকে ব্যাটে পাঠিয়ে ইনিংসের শুরু থেকে চেপে ধরেন সিলেট বোলাররা। ২৯ রানে ৪ উইকেট হারায় রংপুর। তাওহীদ হৃদয় ৪, ডেভিড মালান ৪, লিটন দাস ১ এবং কাইল মেয়ার্স আউট হন ৮ রান করে।
টপঅর্ডারের ব্যর্থতার পর পঞ্চম উইকেটে হাল ধরেন খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনে মিলে ৩৪ রান যোগ করেন। ১১.২ ওভারে দলীয় ৬৩ রানে খুশদিলের আউটে জুটি ভাঙে। পাকিস্তান অলরাউন্ডার ৩ ছক্কায় ১৯ বলে ৩০ রান করেন।
ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহান যোগ করেন আরও ৩১ রান। দলীয় ৯৪ রানে মাহমুদউল্লাহ ফেরেন। ২টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৩৩ রান করে। এরপর দ্রুত আরও দুই উইকেট হারায় দলটি। ফাহিম আশরাফ ৩ এবং সোহান ২৪ বলে ১৮ রানে আউট হন। ১০৮ রানে নবম উইকেট হারায় রংপুর। আলিস ফেরেন ৪ রান করে।
সিলেট বোলারদের মধ্যে খালেদ আহমেদ ১৫ রান খরচায় ৪ উইকেট নেন। নাসুম ১২ রানে ২ উইকেট এবং ক্রিস ওকস ১৫ রানে নেন ২ উইকেট।









