Advertisements
উঁচু ভবন নির্মাণে থাকে নানারকম চ্যালেঞ্জ। স্থপতিরা বলছেন, ঝুঁকি বিবেচনায় নিয়ে মাটির গঠন, ফায়ার সেফটি, সেই সঙ্গে যথাযথভাবে বিল্ডিং ম্যানেজম্যান্ট করতে হয়। উঁচু ভবন নির্মাণে মাস্টারপ্ল্যান করার পরামর্শ তাদের। সেই সাথে শহরকে বিস্তৃত করারও তাগিদ দিয়েছেন তারা।








