১০ আরোহীসহ যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পূর্ব আলাস্কার শহর ‘উনালাক্লিট’ থেকে পশ্চিম আলাস্কার ‘নোমে’ তে আসার মাঝে ১০ জন যাত্রী থাকা উড়োজাহাজটি রাডার নজরদারির বাইরে চলে যায়।
এনডিটিভি জানিয়েছে, আলাস্কার জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, উনালাক্লিট থেকে নোম যাওয়ার পথে নিখোঁজ হওয়া বেরিং এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সন্ধান চালাচ্ছে কর্তৃপক্ষ।
ছোট টার্বোপ্রপ সেসনা ক্যারাভান উড়োজাহাজটিতে নয়জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন বলে সংস্থাটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে। উড়োজাহাজটির সর্বশেষ পরিচিত খুঁজে বের করার জন্য ক্রুরা কাজ করছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’ এর তথ্য অনুসারে, স্থানীয় সময় বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩৮ মিনিটে উনালাক্লিট থেকে যাত্রা শুরু করার ৩৮ মিনিট পর উড়োজাহাজটির শেষ অবস্থান ধরা পড়ে। এটি পানির ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। এই ফ্লাইটে সাধারণত এক ঘণ্টারও কম সময় লাগে।
আলাস্কার পাহাড়ি ভূখণ্ড এবং প্রতিকূল আবহাওয়া উড়োজাহাজ দুর্ঘটনার একটি বড় কারণ। মার্কিন সরকারের জাতীয় পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, অন্যান্য মার্কিন রাজ্যের তুলনায় আলাস্কায় যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনার সংখ্যা বেশি। অনেক গ্রাম রাস্তা দিয়ে সংযুক্ত নয় বলে ছোট উড়োজাহাজ মানুষ এবং পণ্য পরিবহনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।









