মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন। ভয়াবহ দুর্ঘটনায় নাড়িয়ে দিয়েছে বিশ্ববাসীকে, ব্যথিত দেশ-বিদেশের ক্রীড়াঙ্গন। বার্সেলোনার পর এবার শোক প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
শুক্রবার রেড ডেভিলস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতিতে মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের শোক জানিয়েছে। বিবৃতিতে বলেছে, ‘ঢাকায় সাম্প্রতিক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের প্রতি ভালোবাসা ও সমবেদনা। যাদের আমরা হারিয়েছি তাদের আত্মার শান্তি কামনা করছি।’
এর আগে বুধবার স্প্যানিশ ক্লাব বার্সেলোনা শোক প্রকাশ করে। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছিল দেশের ক্রীড়াঙ্গন।
সোমবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ঘটনায় ৩৫ জন নিহতের কথা নিশ্চিত করেছে প্রশাসন কর্তৃপক্ষ, যাদের অধিকাংশই শিশু। বর্তমানে দগ্ধ ও আহত ৪৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।









