মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত বাংলাদেশ। ভয়াবহ দূর্ঘটনায় আগেই শোক প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিহতদের শ্রদ্ধা জানাতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টির আগে নীরবতা করবে বোর্ড।
মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় ৬টায় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল সারাদেশে শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সংহতি জানিয়ে শের-ই-বাংলাসহ বিসিবির সকল ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সোমবার সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। বলেছে, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের জন্য দোয়ার আয়োজন করবে বিসিবি।
‘মঙ্গলবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচের আগে, শের-ই-বাংলায় এক মিনিট নীরবতা পালন করা হবে। উভয় দলের খেলোয়াড় এবং ব্যবস্থাপনা এবং ম্যাচ কর্মকর্তারা কালো বাহুবন্ধনী পরবেন। ভয়াবহ ঘটনার শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে, আগামীকালের ম্যাচ চলাকালীন ভেন্যুতে কোনও সঙ্গীত বাজানো হবে না। বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই শোকের সময়ে জাতির সাথে সংহতি প্রকাশ করছে।‘









