Advertisements
পুরান ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে আলোচিত সোহাগ হত্যা মামলার তদন্তকারী সংস্থার প্রতি অনাস্থা জানিয়েছেন মামলার বাদী, স্বাক্ষী ও পরিবারের সদস্যরা। হাজিরার ধার্য তারিখেও আসামিদের আদালতে নেওয়া হয়নি। সোহাগের পরিবারের অভিযোগ, মামলার দুই নম্বর আসামি সারোয়ার হোসেন টিটু প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না।








