সাউথ আফ্রিকার সাবেক প্যারা অলিম্পিক চ্যাম্পিয়ন অস্কার পিস্টোরিয়াস তার প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে হত্যার দায়ে জেলে ছিলেন। এবার তাকে প্যারোলে মুক্তি দিতে যাচ্ছে সাউথ আফ্রিকান কারেকশনাল সার্ভিসেস। এক দশক জেলে থাকার পর শুক্রবার তাকে এ সুখবর দেয় জেল কর্তৃপক্ষ।
প্যারোল বিবেচেনা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ৩৭ বর্ষী পিস্টোরিয়াস সামাজিকভাবে মেলামেশার উপযুক্ত হয়েছেন। কারেকশনাল সার্ভিসেস আগামী ৫ জানুয়ারী তার মুক্তির তারিখ নির্ধারণ করেছে। ‘পিস্টোরিয়াস তার সাজার বাকি অংশ কমিউনিটি কারেকশনে কাটাবেন এবং তার সাজার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্যারোলের শর্তাবলী মেনে চলবেন।’
জুনে স্টিনক্যাম্পের মা প্যারোলের শুনানিতে বলেছিলেন, তিনি বিশ্বাস করেন না যে, সাবেক অ্যাথলেট তার কর্মের জন্য সত্যিই অনুশোচনা করেছেন। নিজের অপরাধের সত্যতা এবং প্রভাব মেনে নিয়ে পুনর্বাসনের জন্য কাউকে সৎ থাকতে হয়। যদি সত্যিকে পুরো মেনেই না নেয়, তাহলে কেউ বলতে পারে না যে তার অনুশোচনা হচ্ছে।’
‘ব্লেড রানার’ খ্যাত অস্কার পিস্টোরিয়াস কার্বন ফাইবার দিয়ে কৃত্রিম পা লাগিয়ে অলিম্পিকে খেলে সাড়া ফেলে দিয়েছিলেন। তবে ২০১৩ সালে ভালোবাসা দিবসে গুলি করে প্রেমিকাকে হত্যা করেন পিস্টোরিয়াস। প্রথমে অনিচ্ছাকৃত হত্যার দায়ে পাঁচ বছর এবং পরে আপিলের ভিত্তিতে ২০১৫ সালে তাকে সজ্ঞানে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেন আদালত।







