ইতালিয়ান লিগ সিরি বি’র ক্লাব সাম্পোদোরিয়াতে এক মৌসুম পরই বরখাস্ত হলেন কোচ আন্দ্রে পিরলো। বিশ্বজয়ী কিংবদন্তিকে ছাঁটাইয়ের কথা জানিয়েছে ক্লাবটি। পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় এমন সিদ্ধান্ত।
২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপজয়ী পিরলো ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দলকে কোচিং করিয়েছিলেন। জুভদের পর তুরস্কের ক্লাব ফাতিহ কারাগুমরুকে একবছর কাটিয়েছেন।
৪৫ বর্ষী পিরলো ২০২৩ সালের জুনে সাম্পোদোরিয়ার কোচ হন। তাকে নিয়োগ দেয়ার উদ্দেশ্য ছিল ইতালির শীর্ষ লিগ সিরি আ’তে সাম্পোদোরিয়াকে তোলা। কিন্তু ক্লাবটি টেবিলের সাতে থেকে শেষ করে।
পিরলো ছয়বার সিরি আ শিরোপা জিতেছেন, যার দুটি এসি মিলানে এবং চারটি জুভেন্টাসের হয়ে। মিলানের হয়ে দুবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছেন।









