২০১০ বিশ্বকাপ। শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানে মজেছে গোটা বিশ্ব। জেরার্ড পিকে শুধু গানেই মজেননি, কলম্বিয়ান সঙ্গীত তারকাকে দেন প্রেমের প্রস্তাব। এরপর একযুগের সংসার। বিয়ে যদিও করেননি। তাদের ঘর আলো করেছে দুই সন্তান। সেই সংসারে বাজছে বেদনার সুর। অন্য নারীর সঙ্গী হয়ে শাকিরার হাতে ধরা পড়েছেন পিকে। ভাঙছে সংসার!
বেশ কয়েকজন প্রতিবেশী পিকেকে গত সপ্তাহে বাসায় প্রবেশ করতে এবং চলে যেতে দেখেছেন। বলা হচ্ছে বাসা ছেড়ে সতীর্থ রিকি পুই এবং বন্ধুদের সাথে বার্সেলোনায় থাকছেন তিনি। যেটা খুবই স্বাভাবিক!
কিন্তু খবর, বাসা ছেড়ে বার্সায় বন্ধুদের সাথে সময় কাটানোর কারণ ভিন্ন। পার্টিতে পিকেকে অন্য নারীর সাথে ধরে ফেলেছিলেন শাকিরা। ফলে ভোর তিনটা পর্যন্ত বাইরে কাটাতে হয়েছে পিকেকে। যে কারণে আলাদা থাকার সিদ্ধান্তও নিয়েছেন দুজনে। সদ্যই প্রকাশিত শাকিরার ‘তে ফেলিসিটো’ শিরোনামের গানে যেটির বহিঃপ্রকাশ ঘটেছে।
‘তোমাকে সম্পূর্ণ করতে আমি টুকরো টুকরো হয়েছি; তারা আমাকে সতর্ক করেছিল, কিন্তু আমি কর্ণপাত করিনি। বুঝতে পেরেছিলাম তুমি মিথ্যা; আমাকে দুঃখিত বলো না। এটি আন্তরিক বলে মনে হলেও আমি তোমাকে ভালো করেই জানি এবং জানি যে তুমি মিথ্যা বলছ।’
‘তোমাকে অভিনন্দন জানাই, তুমি অনেক ভালো অভিনয় করো, কোনো সন্দেহ নেই তাতে; এই ভূমিকা অব্যাহত রেখো, তোমাকে এতে ভালো মানিয়েছে। তবে আমি সস্তা দর্শক নই। দুঃখিত, আমি সেই মোটরসাইকেলটি আর চালাই না; আমি দুমুখো মানুষ সহ্য করতে পারি না। তোমার জন্য হাতে আগুন ধরিয়ে দিতাম, এখন সেই তুমি যে কারোর মতো আচরণ করো। তোমার ক্ষত আমার চামড়া খুলে দেয়নি, কিন্তু তুমি আমার চোখ খুলে দিয়েছ।’
‘তোমার জন্য কান্না করে আমার চোখ লাল হয়ে গেছে; এখন দেখা যাচ্ছে তুমি দুঃখিত। এটি আন্তরিক শোনাচ্ছে, কিন্তু আমি তোমাকে ভালোভাবে জানি এবং জানি তুমি মিথ্যা বলছ। তোমাকে অভিনন্দন জানাই, তুমি খুব ভালো অভিনয় করেছ।’
পিকে-শাকিরার সম্পর্ক যে আগের মতো নেই সেটা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ ঘাঁটলেও পরিষ্কার হয়ে ওঠে। শাকিরা নিয়মিতই পিকের সঙ্গে ছবি পোস্ট করতেন। তবে গত মার্চের পর থেকে শাকিরার কোনো পোস্টে দেখা যায়নি পিকেকে।







