বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যান্ড দল বলা হতো ‘পিঙ্ক ফ্লয়েড’কে। ষাটের দশকের মাঝামাঝি সময় থেকেই সারা বিশ্ব নাড়িয়ে দিয়েছিলো ব্যান্ডটি। প্রথাবিরোধী গানের মধ্য দিয়ে বিশ্বের তরুণ যুবাদের একাট্টা করার শক্তি ছিলো দলটির।
সেই বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড সনি মিউজিকের কাছে গানের স্বত্ব বিক্রি করেছে। প্রায় ৪০০ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৭৯২ কোটি টাকা) এই স্বত্ব বিক্রি হয়েছে বলে নিশ্চিত হয়েছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটি।
সূত্রের বরাতে ভ্যারাইটি জানিয়েছে, গানের স্বত্ব বিক্রি নিয়ে প্রায় এক বছর ধরে পিঙ্ক ফ্লয়েড ও সনি মিউজিকের মধ্যে দর কষাকষি চলছিলো। অবশেষে ৪০ কোটি ডলারে চুক্তি সম্পন্ন হয়।
জানা গেছে, চুক্তির আওতায় পিংক ফ্লয়েডের রেকর্ডকৃত সব গান থাকলেও গানের কথার স্বত্ব আছে ব্যান্ডের কাছেই।
সেপ্টেম্বরের মাঝামাঝিতে সনি মিউজিক পিঙ্ক ফ্লয়েডের রেকর্ড করা গানের স্বত্ব প্রায় ৫০ কোটি ডলারে কেনার আলোচনায় অগ্রসর হওয়ার কথা প্রকাশিত হয়। সে প্রতিবেদনে ব্যান্ডের কাছের কয়েকজনের তরফ থেকে বলা হয়, সদস্যদের মধ্যে অনেকে এই ব্যাপারে দ্বিমত পোষণ করছেন। বিশেষ করে রজার ওয়াটার্স এবং ডেভিড গিলমোর। মতপার্থক্যের কারণে চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠার কথাও বলা হয় ওই প্রতিবেদনে। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়নি।
মিউজিক ইন্ডাস্ট্রির লাভজনক ক্যাটালগগুলির মধ্যে একটি এটি। বহু বছর ধরেই দর কষাকষি চলছে। এর আগে ২০২২ সালে হিপনোসিস, ওয়ার্নার মিউজিক এবং বিএমজির মতো প্রতিষ্ঠান এই ক্যাটালগ কেনার চেষ্টা করেছিল।
এই ক্যাটালগে ‘মানি’, ‘উইশ ইউ ওয়্যার হিয়ার’ এবং ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’-এর মতো তুমুল জনপ্রিয় গান আছে।








