সৌদি আরব জানিয়েছে, যেসকল হজযাত্রীরা হজ ভিসায় সৌদি আরবে যাবেন তারা জেদ্দা, মদিনা এবং মক্কা নগরীর বাইরে অন্য কোন স্থানে ভ্রমণ করতে পারবেন না।
গালফ নিউজ জানিয়েছে, আসন্ন হজ মৌসুমে যারা হজ ভিসা নিয়ে সৌদিতে যাবেন তারা শুধুমাত্র জেদ্দা, মদিনা এবং মক্কাতেই ভ্রমণ করতে পারবেন। এই বাইরে অন্য কোথাও যেতে পারবেন না।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ ভিসা দিয়ে নির্ধারিত শহরের বাইরে ভ্রমণ বৈধ হবে না। এ ছাড়া এই ভিসা সে দেশে কাজ করা বা বসবাসের জন্যও বৈধ হবে না।
বিধি লঙ্ঘন করলে ভবিষ্যতে হজে অংশগ্রহণ নিষিদ্ধ করার পাশাপাশি দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে বলেও জানিয়েছে দেশটি।









