শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তানজিম তৈয়বের সাথে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ে সম্পন্ন হয়।
ফারিয়ার বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শবনম ফারিয়া বিয়ে নিয়ে বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।”
শুক্রবার সন্ধ্যা থেকেই শবনম ফারিয়া ও তানজিমের বিবাহমুহূর্তের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। শোবিজ অঙ্গনের অনেকেই ফারিয়ার নতুন জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন।
ফারিয়ার বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়াতে শেয়ার করে জাহিদ খান ব্রাইডাল মেকওভার, বউ সাজে ফারিয়ার অন্তত তিনটি ছবি শেয়ার করে তারা অভিনন্দন জানায়।
তাদের বিয়ের বিশেষ মুহূর্তের ছবিগুলো তুলেছে ওয়েডিং ফটোগ্রাফির জনপ্রিয় প্রতিষ্ঠান ড্রিম ওয়েভার। তাদের অফিশিয়াল পেজ থেকে অন্তত ১৫টি ছবি পোস্ট করা হয়।
ক্যাপশনে তারা লিখেছে,“ভালোবাসা আর একসাথে থাকার উদযাপন, শবনম ফারিয়া ও তানজিম শুরু করলেন তাদের নতুন গল্প।”
টুকটাক মডেলিং করলেও ২০১৩ সালে শবনম ফারিয়া আদনান আল রাজীব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। সে বছর ভালোবাসা দিবসে প্রচারের পর রাতারাতি পরিচিতি পান ফারিয়া।
এরপর অসংখ্য দর্শক সমাদৃত নাটকে দেখা গেছে ফারিয়াকে। কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনেও। চলতি বছর ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ছবিতে নিলু চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি পেয়েছেন মিষ্টি হাসির শবনম ফারিয়া।
এর আগে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। আনুষ্ঠানিক বিয়ের দুই বছরের মধ্যে তাদের বিচ্ছেদ হয়।









