বুধবার দিবাগত রাতে নিজের বাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন বলিউড তারকা সাইফ আলী খান। এদিন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে তার এমন আক্রমণের খবর প্রকাশ্যে আসতে ভারতজুড়ে রীতিমত হইচই পড়ে যায়।
পরে পুলিশ ধারণা করে বলে, চুরির উদ্দেশেই সাইফের মুম্বাইয়ের বান্দ্রার বাসায় ঢুকে সেই আততায়ী। বৃহস্পতিবার দিনভর এ নিয়েই চলে চর্চা। এদিন সন্ধ্যায় প্রকাশ্যে আসে সাইফকে আক্রমণ করা সেই আততায়ীর ছবি!
পুলিশ বৃহস্পতিবার দুপুরেই জানিয়েছিলেন যে, অভিযুক্তকে সিসিটিভিতে দেখা গিয়েছে। এবার প্রকাশ্যে এল তার ছবি।
এদিন যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি রাত দুটা তেত্রিশ মিনিটের দিকে সাইফ আলী খানের বাড়ির সিঁড়ি দিয়ে নামছেন চোরের মতো। আবার তাকাচ্ছেন সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে সাদা কলার দেওয়া টিশার্ট। গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালে জাতীয় কিছু। আর পরে আছেন জিন্স। কাঁধে রয়েছে ব্যাগও।
বৃহস্পতিবার দুপুরে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত সংবাদ মাধ্যমে প্রথমবার সেই আততায়ী সম্পর্কে জানান। বলেন, এক দুষ্কৃতীকারীকে চিহ্নিত করা গেছে। সিসিটিভি ফুটেজে তাকে ওই আবাসনের সিঁড়িতে দেখা যায়। চুরির উদ্দেশেই সে ঢুকেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এখনও ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা যায়নি।
বুধবার মধ্য রাতে সাইফের বাড়িতে ঢুকে আক্রমণ চালালেও দুষ্কৃতীকারী সন্ধ্যা রাতের দিকে প্রবেশ করে বান্দ্রার ওই আবাসনে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এমনটাই নিশ্চিত হয়েছে পুলিশ।
পুলিশ বলছে, বুধবার রাতে নয়, বরং হামলার বহুক্ষণ আগেই দুষ্কৃতীকারী ঢুকে পড়েছিল বান্দ্রা এলাকার ওই অভিজাত আবাসনে। সন্দেহ করা হয়েছিল, কোনও পরিচারিকাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়ে থাকতে পারেন সাইফ। সেই গৃহপরিচারিকার নাম লিমা বলেও জানায় মুম্বাই পুলিশ।
প্রাথমিক তদন্তের পর বান্দ্রা থানার পুলিশ জানিয়েছে, সাইফ-কারিনার বাড়ির সহায়িকা ইলিয়ামা ফিলিপ আলিয়াস লিমা বুধবার রাত ২টা নাগাদ প্রথমবার ওই দুষ্কৃতীকারীকে দেখতে পান। তখনই তিনি চিৎকার করেন, নিজেকে বাঁচাতে সকলকে সচেতন করার চেষ্টা করেন বলে দাবি। সে সময় ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ। দুষ্কৃতীকারীর সঙ্গে তার হাতাহাতিও হয়। তখনই সে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় অভিনেতার উপর।
পুলিশের দাবি, সাইফকে কয়েক বার কোপায় দুষ্কৃতীকারী। তার পর সে পালিয়ে যায়। খান পরিবারের তরফে তখনই পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করা হয়। সাইফের শরীরের ছ’টি আঘাত ছিল। তার মধ্য দু’টি গভীর। গৃহপরিচারিকা লিমাও আক্রান্ত হন। তার ডান হাতের কব্জিতে আঘাত লাগে।
এদিকে সাইফের অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। মনে করা হচ্ছে, এটা ছুরিরই ভাঙা অংশ। লীলাবতী হাসপাতালের তরফ থেকে আগেই জানানো হয়, অভিনেতার শরীরে ৬টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। সাইফ তার শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন।









