ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) হীরালাল সেন পদক–১৪৩১ পেয়েছে নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘পেয়ারার সুবাস’। এই পুরস্কার প্রদানের মাধ্যমে বাংলা ভাষার সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো!
নির্মাতা নুরুল আলম আতিকের পক্ষে ‘হীরালাল সেন পদক–১৪৩১’ গ্রহণ করেন শ্যামল শিশির। তার হাতে তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম বিভাগের সহকারি অধ্যাপক হাবিবা রহমান।
আয়োজকরা জানান,“বাংলা চলচ্চিত্রের আদিপুরুষ হীরালাল সেনের আপাতবিস্মৃত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রতি বছর আমার ভাষার চলচ্চিত্র উৎসবে ‘হীরালাল সেন পদক’ প্রদান করে থাকে। বিগত এক বছরের মধ্যে মুক্তিপ্রাপ্ত শ্রেষ্ঠ বাংলাদেশি চলচ্চিত্রকে হীরালাল সেন পদকে ভূষিত করা হয়।”
এ বছর ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’-এ হীরালাল সেন পদকে মনোনয়ন পায় মোট চারটি ছবি। ‘পেয়ারার সুবাস’ ছাড়াও এই তালিকায় ছিলো কাজলরেখা, নকশীকাঁথার জমিন এবং প্রিয় মালতী।
এরমধ্যে সেরা ছবি ছাড়াও সেরা সম্পাদনার পুরস্কারটিও অর্জন করে ‘পেয়ারার সুবাস’। এছাড়া সেরা চিত্রনাট্য পুরস্কার পায় ‘কাজলরেখা’, সেরা শব্দশৈলী ‘প্রিয় মালতী’ এবং সেরা চিত্রগ্রাহকের পুরস্কার দেয়া হয় ‘নকশী কাঁথার জমিন’-কে।
‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’ শীর্ষক পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয় ১৫ ফেব্রুয়ারি। উৎসবে দেখানো হয়েছে নতুন ও পুরনো মিলিয়ে ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য বাংলা ছবি।
উৎসবের শেষ দিন দেখানো হয় ‘প্রিয় মালতী’সহ চারটি ছবি। বাকি ছবিগুলো হলো ইকবাল হোসেন চৌধুরীল ‘বলী’, কাজী হায়াতের ‘আম্মাজান’ এবং দেওয়ান নজরুলের ‘দুস্ত দুশমন’।
`সেরা ছবির পুরস্কার জয়ী ‘পেয়ারার সুবাস’-এ অভিনয় করেছেন জয়া আহসান, আহমেদ রুবেল, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু সহ আরও অনেকেই। আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল-এর ৪৫ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছিল ‘পেয়ারার সুবাস’।
গেল বছর সেরা ছবি হিসেবে ‘হীরালাল সেন পদক’ দেয়া হয়েছিলো যুবরাজ শামীমের মস্কোজয়ী ছবি ‘আদিম’-কে।









