নতুন দুই মুখ নিয়ে অ্যাশেজে প্রথম টেস্টের একাদশ দিয়েছে অস্ট্রেলিয়া। পেসার জেক ওয়েথার্ল্ড ও ব্যাটার ব্রেন্ডন ডগেট খেলতে চলেছেন ব্যাগি গ্রিনে।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পার্থ টেস্টে নামবে ২১ নভেম্বর। প্রথম টেস্টে নেই দুই তারকা পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন থাকায় চার পেসার নিয়ে নামবে অস্ট্রেলিয়া।
৩১ বর্ষী ব্যাটার ওয়েথার্ল্ড খেলেন ওপেনিংয়ে। ডেভিড ওয়ার্নার ২০২৪ সালে অবসর নেয়ার পর ওপেনিংয়ে উসমান খাজার ষষ্ঠ সতীর্থ হবেন তিনি।
সমবয়সী ডগেট সুযোগ পাচ্ছেন চোটে ছিটকে পড়া হ্যাজেলউডের বদলি হিসেবে। মৌসুমের শুরুতে হ্যামস্ট্রিং চোটে পড়লেও সেরে ওঠেননি হ্যাজেলউড। অন্যদিকে দারুণ ফর্মে আছেন ডগেট। এবছর ঘরোয়া ক্রিকেটে ১৪.৬৯ গড়ে নিয়েছেন ১৩ উইকেট।
টেস্টে অভিষেক হতে চলা দুজনের কেউই অস্ট্রেলিয়া জার্সিতে অন্যকোন ফরম্যাটে খেলেননি। এর আগে অজিদের জোড়া অভিষেক ছিল গ্যাবায় শ্রীলঙ্কার বিপক্ষে, সেই টেস্টে অভিষেক হয়েছিল ঝাই রিচার্ডসন ও কুর্তিস প্যাটারসনের। অ্যাশেজে ২০১০-১১ মৌসুমে একই ম্যাচে জোড়া অভিষেক ছিল উসমান খাজা ও মাইকেল বিয়ারের।









