ইতালিতে অভিবাসীদের উপর অত্যাচারের অভিযোগ, বর্ণবাদ ও শোষনের অভিযোগ বহুদিনের। এবার দিনের আলোয় নাইজেরীয় নাগরিককে পিটিয়ে মারার ঘটনাকে কেন্দ্র করে, ফের অভিবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ।
সম্প্রতি এমন বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে ধূমকেতু এসোসিয়েশন ইতালির আয়োজনে রাজধানী রোমে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোমের লার্গো প্রেনেস্তে চত্তর থেকে অন্যতম প্রধান সড়ক ভিয়া কাসিলিনায় এসে জড়ো হয় প্রতিবাদকারীরা। পরবর্তিতে তরপিনাত্তারা অতিক্রম করে শেষ হয় এই বিক্ষোভ মিছিল।
এসময় অভিবাসীদের অধিকার আন্দোলনে বাংলাদেশী কমিউনিটির শীর্ষনেতা নূরে আলম সিদ্দিকী বাচ্চুর নেতৃত্বে ইতালীয় ও বিদেশীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একেরপর এক ঘটনা কোন দুর্ঘটনা নয়, বর্ণবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। এই অন্যায় এখনই বন্ধ না করতে পারলে ভবিষ্যতে আরও বাড়বে, যা কখনই ইতালির জন্য সুফল বয়ে আনবে না।
এছাড়াও নাইজেরিয়ানকে পিটিয়ে মারার ঘটনার পাশাপাশি সম্প্রতি পুলিশের ধাওয়ায় এক বাংলাদেশী গুরুতর আহত এবং বিভিন্ন সময়ে প্রবাসীদের উপর অন্যায় ও নির্যাতনের কথা প্রতিবাদ মিছিলে বক্তারা তুলে ধরেন এবং তার সমাধানের পথে হাটতে ইতালিয় সরকারকে পরামর্শ দেন।







