বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও তৌহিদি জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বর্তমানে নানা ষড়যন্ত্রে জর্জরিত। এরই মধ্যে উঠে আসে তাবলীগের সমস্যার বিষয়। স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে আগামী বছরের এপ্রিল মাসে তাবলীগের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৩ নভেম্বর) ওলামা মাশায়েখ বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তথ্যটি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ওলামা মাশায়েখ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বলা হয়, দেশের সংকটময় এই পরিস্থিতি যাতে আরো জটিলতার দিকে না যায় সেই লক্ষ্যে যেকোনভাবেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকার ও দেশপ্রেমী জনগণ সকলের কর্তব্য।
দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে আগামী ২০২৫ সালের এপ্রিল মাসে তাবলীগের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে দেশের বৃহত্তর স্বার্থে এপ্রিল ২০২৫ পর্যন্ত কাকরাইল মসজিদে এ অবস্থানের বিষয়ে পূর্বের তরতিব বা নিয়ম মেনে নিয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করার ব্যাপারে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও কাকরাইলের পক্ষ থেকে সকলে একমত পোষণ করেন।
উল্লেখ্য, দিল্লির মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসবে না মর্মে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়। শুরায়ী নেজামের বিশ্ব ইজতেমা আগামী ৩১ জানুয়ারী, ১ ও ২ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলকে এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে ওলামা-মাশায়েখ এর পক্ষ থেকে মাওলানা শাহরিয়ার মাহমুদ।









