চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় হার দেখল ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠে পরাজয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা আর্সেনালের চেয়ে এখনও ছয় পয়েন্ট পিছিয়ে ম্যানসিটি। তাতে অবশ্য চিন্তিত নন সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা। উল্টো বলছেন, দল নিয়ে তিনি সন্তুষ্ট।
গার্দিওলার ম্যানসিটি রোববার রাতে ১-০তে হেরেছে অ্যাস্টন ভিলার কাছে। চলতি মৌসুমে তারা প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছিল ব্রাইটনের কাছে। গতমাসে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও জয় পায়নি সিটি।
ম্যাচের পর স্প্যানিয়ার্ড কোচ গার্দিওয়া বলেছেন, ‘সত্যি বলতে আমরা আসলে ভালো দল, শুরুটাও ভালো করেছিলাম। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ম্যাচ নিয়ন্ত্রণে ছিল কিন্তু গোল করতে পারিনি। দল নিয়ে আমি সন্তুষ্ট। তবে এই ম্যাচ থেকে শেখার আছে। যদিও এটি দীর্ঘ যাত্রা। শিরোপা জিততে শেষপর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।’
রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে গার্দিওলা বলেছেন, ‘ম্যাচে একটি কর্নার ও গোল বাতিল করেছে রেফারি। যদিও এটা তেমন ব্যাপার না। দশ বছরে প্রিমিয়ার লিগে রেফারিদের দেখেছি, তাদের প্রতিও সম্মান রয়েছে।’
৩০ অক্টোবর কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে সোয়ানসি সিটির মুখোমুখি হবে ম্যানচেষ্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্ট্মুন্ডের বিপক্ষে মাঠের মহারণের আগে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে খেলবে ম্যানসিটি।









