জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, যারা গণভোটের ম্যান্ডেটকে প্রত্যাখান করবে জনগণও তাদের প্রত্যাখান করবে।
শনিবার (১৫ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কৃষিবিদ উইংয়ের আয়োজনে রাজধানীর খামারবাড়িতে ‘তরুণ কৃষি উদ্যোক্তা: জাতীয় অর্থনীতির নতুন শক্তি’ শীর্ষক সেমিনারের তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশ যদি একটি দলের থাকলে মানুষের পাশাপাশি ও কৃষক মুক্ত হবে না।
আখতার হোসেন আরও বলেন, সংস্কার ও কৃষকের ন্যায্য চাহিদা মুখোমুখি দাঁড়া করাতে পারি না।









